যুগান্তর বরাবরই নতুনকে আলিঙ্গন করে যুগসন্ধিক্ষণে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম
‘নতুন পানিতে সফর এবার’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা স্বজন সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরোপ্রধান এটিএম নিজামের সভাপতিত্বে শহরের একটি স্বনামধন্য রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ সরকার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন, আসরাফ আলী সোহান ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক বিমল সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন- সময় টিভির স্টাফ করেসপন্ডেন্ট নূর মোহাম্মদ, কালের কণ্ঠ ও এটিএন বাংলা প্রতিনিধি শফিক আদনান, মাছরাঙা টিভি প্রতিনিধি বিজয় রায় খোকা, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শামসুল আলম সেলিম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. আল আমিন, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি এনামুল হক এনাম প্রমুখ।
অন্যদের মধ্যে এ অনুষ্ঠানে নেক্সাস টিভি ও রাইজিং বিডি প্রতিনিধি রুমন চক্রবর্তী, এখন টিভি প্রতিনিধি কায়েস আহমেদ, সময় টিভির ক্যামেরা পার্সন মো. শরীফুল ইসলাম, এনটিভি প্রতিনিধি (ডিজিটাল) রাকিব আহমেদ স্বজন সংগঠক আবদুল জলিল, আনোয়ারুল কবীরসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য প্রকাশে নির্ভীক থাকার অঙ্গীকারবদ্ধ দৈনিক যুগান্তর বরাবরই নতুনকে আলিঙ্গন করে যুগসন্ধিক্ষণে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশের লাখো-কোটি পাঠকের হৃদয়ের স্পন্দনকে আন্দোলিত করেছে। অনুষ্ঠানে বিগত জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরোপ্রধান এটিএম নিজামসহ আগত শুভানুধ্যায়ীদের মিষ্টিমুখ করান অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই মধ্যাহ্নভোজের আনন্দ আয়োজনে মিলিত হন।