Logo
Logo
×

সারাদেশ

মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার

অবশেষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। 

শনিবার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি মাহবুবুর রহমান।

তিনি এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি। এর প্রতিবাদে দলটির একাংশ বালিয়াডাঙ্গী উপজেলায় অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা দেয়।

এ কর্মসূচির সমর্থনে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনে পিকেটিং শুরু করেন সমর্থনকারীরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। দূরপাল্লার গাড়িসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।  

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চারটি ইউনিয়নের কমিটি পুনর্গঠনে কাউন্সিলের ডাক দেওয়া হয়েছে। 

প্রথম ধাপে দুওসুও ইউনিয়ন থেকে শুরু হয়েছে দলটির এ কার্যক্রম। নেতৃত্বের আধিপত্য ও মনমালিন্যের কারণে কাউন্সিলের শুরুতেই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ উপজেলায় নেতৃত্বের দ্বন্দ্বে ডক্টর টি মাহাবুবু রহমান ও খোরশেদ আলম দুই মেরুতে অবস্থান করছেন।

বিএনপি নেতা ইন্তাজুল হক এন্তা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নেতা নির্বাচন করতে চাই; কিন্তু একটি অদৃশ্য শক্তি আমাদের এ পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। তাই এর প্রতিবাদে আমরা হরতালের কর্মসূচি ঘোষণা করি। এ পরিস্থিতি অবগত হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ বার্তায় দ্বন্দ্বের অবসান ঘটানোর আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেন। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুবুর রহমান বিএনপির ডাকা হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম