আশুলিয়ায় শহিদ আশরাফুলের লাশ উদ্ধার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম
আদালতের নির্দেশে শনিবার দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকার গোরস্থান থেকে শহিদ আশরাফুলের লাশ উত্তোলন করা হয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাইপাইল এলাকায় আওয়ামী লীগ ও তার সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহিদ হন আশরাফুল ইসলাম (২৫)।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া সার্কেলের সহকারী (ভূমি) কমিশনার সাদিয়া আক্তার ও মামলার আইও আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবুর রহমান।
আশরাফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ভুতাইল গ্রামের মৃত আবদুস সত্তারের ছেলে। তিনি ঢাকা ইপিজেডের শাশা ডেনিম নামক পোশাক কারখানায় চাকরি করতেন।
শহিদ আশরাফুলের ভাই নাসির উদ্দিন টিপু জানান, আশরাফুল ইসলাম গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাইপাইল এলাকায় অংশগ্রহণ করেন। আশরাফুলের লোকজন মিছিল নিয়ে রপ্তানি এলাকা থেকে বাইপাইলে গেলে আওয়ামী লীগ ও তার দোসররা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আশরাফুল ঘটনাস্থলেই শহিদ হন। পরে ছাত্র-জনতা আশরাফুলের লাশ স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে যান। সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ আশরাফুলের সঙ্গে থাকা কার্ড দেখে পরিবারকে ফোন করে জানায়- আশরাফুলের লাশ হাবিব ক্লিনিকের সামনে রয়েছে। আপনারা এসে তার লাশ নিয়ে যান।
খবর শুনে তিনি ও তার বন্ধুরা গিয়ে আশরাফুলের লাশ এনে গত ৬ আগস্ট সকালে পবনারটেক গোরস্থানে দাফন করেন।
এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। ঘটনায় পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশরাফুলের লাশ ঢাকা থেকে তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার জানায়।
এ ব্যাপারে আশুলিয়া সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া আশরাফুলের লাশ উত্তোলন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান জানান, আশরাফুলকে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিরা পালাতক রয়েছে- তাদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।