Logo
Logo
×

সারাদেশ

বাড়ি ফেরা হলো না আজিজের

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

বাড়ি ফেরা হলো না আজিজের

মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা মো. আজিজ হাওলাদার (৬০) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আজিজ উপজেলার ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, আজিজ শুক্রবার রাত ১০টায় ডাসার কাঁঠালতলা বাজার থেকে দোকান করে ফিরছিলেন। তবে তিনি বাড়ি ফিরে আসেননি। সকালে তার খোঁজে বের হন স্ত্রী শাহিদা বেগম। স্কুলের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

স্থানীয়রা জানান, আজিজ চা দোকানের পাশাপাশি সুদের টাকার লেনদেন করতেন। টাকার লেনদেনের কারণে আজিজকে হত্যা করা হতে পারে।  

আজিজের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে মেরেছে প্রশাসনের কাছে তাদের শাস্তির দাবি জানাই। 

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, বাড়ির পাশের রাস্তা থেকে হাত-পা বাঁধা আজিজের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম