Logo
Logo
×

সারাদেশ

গাছ থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

গাছ থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

সুবর্ণচরে গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত আরমান (১৭) নামে সৈকত সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ডোগারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

নিহত আরমান ওই গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে। 

নিহতের বাবা খলিল উল্লাহ বলেন, বেলা ১১টার দিকে নিজেদের গাছের ডাল কাটতে উঠেন আরমান। হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যান তিনি। আহত অবস্থায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে আরমানের। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চরজব্বার থানার ওসি মোহাম্মদ শাহীন মিয়া জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম