ফরিদপুরে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী পালিত
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
ফরিদপুরে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় শহরের থানা রোডের যুগান্তর ব্যুরো অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি যুগান্তর অফিস হয়ে আড়ং মোড় ঘুরে থানা রোড হয়ে যুগান্তর অফিসের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপনের নেতৃত্বে ও স্বজন উপদেষ্টা মো. মিজানের সঞ্চালনায় সাংবাদিক নেতা, সাংবাদিক, স্বজন সদস্য, নানা গুণীজন অংশ নেন। এ সময় দৈনিক যুগান্তরের উত্তোরত্তর সাফলতা কামনা করা হয়।
র্যালি শেষে ফরিদপুর ব্যুরো কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক যুগান্তর ব্যুরো প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সুমন জামান, এস এ টিভির সুজাউজ্জামান জুয়েল, পুলিশ কর্মকর্তা মো. শামীম, সেলিম হোসেন, মো. সোবহান, রিয়াদ খান, তরিকুল ইসলাম, পলাশ ও স্বজন সদস্য আবিদ জামান, শেখ সোয়েব হাসান অন্তু, সাফায়াত ইসলাম শুভ, হাসান জামি, আদনান আবীর, উৎসব দাস, আহসান হাবিব রাইয়ান, কাব্য রাহা, সামস্ ইবনে আজিজ, শেখ রঞ্জু প্রমুখ।