Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের সময় জানা গেল

Icon

টঙ্গী পশ্চিম ও পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের সময় জানা গেল

শূরায়ে নেজামের জুবায়ের অনুসারী তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি কেফায়েতুল্লাহ আজাহারী।

এ সময় উপস্থিত ছিলেন- ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ ও মাওলানা মাসুদুল করিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে শীর্ষ মুরুব্বিরা জানান, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। তুলনামূলকভাবে মুসল্লির উপস্থিত সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল রোববার বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

আমরা এবার দুই ধাপে ইজতেমা পালন করতে যাচ্ছি। আমাদের কয়েক হাজার বিদেশি মুসল্লি ময়দানে রয়েছেন। রোববার আখেরি মোনাজাত শেষে অনেকে নিজ দেশে ফিরে যাবেন। অনেকেই ময়দানে অবস্থান করবেন।

তারা আরও বলেন, দ্বিতীয় পর্বে ইজতেমায় যোগ দিলে মুসল্লিদের ‘আহত হতে হবে’ ও ‘মারধরের শিকার হতে হবে’- এমন তথ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সবাইকে জানাতে চাই আপনারা অপপ্রচার শুনে বিভ্রান্ত হবেন না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এবার দুই ধাপে ইজতেমা পালন করব।

উল্লেখ্য, আগামীকাল রোববার প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে ৩ ফেব্রুয়ারি (সোমবার) দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

পরে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদের অনুসারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম