Logo
Logo
×

সারাদেশ

সাঈদীর মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারীর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ এএম

সাঈদীর মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারীর

ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। 

শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে পাঁচ দিনব্যাপী আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মোফাসসির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্যারেড ময়দানে লাখো মানুষের সমাগম ঘটে। 

আজহারী বলেন, শিরক-বিদআতের বিরুদ্ধে আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। তাকে অন্যায়-অবিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে পুরে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের ভেতরেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। 

এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রামের প্যারেড ময়দান বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীর বিজড়িত স্থান। তিনি কুরআনের ছায়াতলে আনার জন্য ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাতেন। মতবিরোধ নিয়েই সব ধরনের ইসলামী দল গুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি তাহলে দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি, গুম, খুন দূর হবে। 

তিনি বলেন, বিগত ১৬ বছরে বিভিন্ন সেক্টরে যে  জঞ্জাল জমেছে তা ৬ মাসে দূর করা সম্ভব না। এর পরও আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান। একইসঙ্গে দেশে যদি সুখ শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে কুরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। 

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এই মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাওলানা শামীম সাঈদী, নগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান চৌধুরী, বক্তব্য রাখেন মাওলানা বিএম মফিজুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম প্রমুখ। মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবিরী আল মাদানী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম