Logo
Logo
×

সারাদেশ

উজিরপুরে অ্যাডভোকেট রুবিনা মিরার গণসংযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩২ পিএম

উজিরপুরে অ্যাডভোকেট রুবিনা মিরার গণসংযোগ

উজিরপুরে গণসংযোগ করেছেন বরিশাল-২ (বানারিপাড়া ও উজিরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।

‘প্রার্থী যেই হোক, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন’- এই স্লোগান নিয়ে উজিরপুরে গণসংযোগ করেছেন বরিশাল-২ (বানারিপাড়া ও উজিরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।

শুক্রবার উজিরপুর উপজেলার ষোলক ইউনিয়ন, জল্যা ইউনিয়ন, সাতলা ইউনিয়ন, হারতা ইউনিয়ন এবং বরাকোঠা ইউনিয়নে গণসংযোগ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পরিচিত ৮০ দশকের ছাত্রনেতা জহিরুল হক হলের নির্বাচিত সাবেক জিএস ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোশাররফ হোসেন রাজার সহধর্মিনী সৈয়দা রুবিনা আক্তার মিরা।

রুবিনা মিরা সাবেক ঢাবি ছাত্রলীগ নেত্রী, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। 

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

এসময় উজিরপুরের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম