Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের গণমিছিল

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের গণমিছিল

পতিত আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়।

রাজশাহী মহানগর ছাত্রশিবির এ গণমিছিল বের করে। মিছিলটি নগরীর সোনাদীঘি মোড় ঘুরে এসে একই স্থানে গিয়ে পথসভা করে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। বিরোধী মতকে দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকে ছিল লুটপাটের জন্য। এ দেশে তাদের বিচার হতে হবে। বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন- শিবিরের রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম