Logo
Logo
×

সারাদেশ

গণহত্যার বিচার দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম

গণহত্যার বিচার দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

পতিত সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

শুক্রবার বাদ জুমা শহরের কলোনি এলাকায় জামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বড়গোলা হয়ে সাতমাথায় মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। 

বক্তব্য দেন- কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও বগুড়া শহর শিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, জেলা পূর্বের সভাপতি জোবায়ের হোসেন, জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ, পশ্চিম জেলা সেক্রেটারি হাফেজ আল-ইমরান ও পূর্ব জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব।

বিক্ষোভ সমাবেশে শিবির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। 

অবিলম্বে সারা দেশে গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের উচিৎ শিক্ষা দিতে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে শিবির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম