Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বেশ কয়েকটি বেড এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থোপেডিক ওয়ার্ডও।

গত ৬ মাস আগে ডায়ালিসিস ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষের গ্রহণ করেননি তেমন সতর্কতা ব্যবস্থা।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা জানান, গত শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চার তলায় মেডিসিন ওয়ার্ডের বাইরের বারান্দায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূচনা হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের মধ্যে শুরু হয় চরম আতঙ্ক। ভয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন। এ সময় অনেকেই হাসপাতাল ছেড়ে বাইরে বের হয়ে আসেন। ছোটাছুটিতে বেশ কয়েকজন সামান্য আহতও হন।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। অগ্নিকাণ্ডে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের বেশ কয়েকটি বেড পুড়ে যায় এবং পার্শ্ববর্তী অর্থোপেডিক ওয়ার্ডটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, বিকালে ৫টা ৩৫ মিনিটে খবর পেয়ে ২টি পানিবাহী গাড়িসহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট হাসপাতালে ছুটে আসে। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্মচারীরাও সহায়তা করেন।  তবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর কোনো ক্ষতি হয়নি।

সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, চারতলায় মেডিসিন ওয়ার্ডের বারান্দায় বেশ কিছু ওয়েস্টেজ ছিল, যা সেখানে থাকার কথা নয়। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে স্পার্কিং (স্ফুলিঙ্গ) থেকেই সেই ওয়েস্টেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা জানতে পারি এবং হাসপাতালের কর্মচারীরা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তেমন কোনো ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, সেখানে রাখা ওয়েস্টেজগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সরানোর কাজ শেষ হলেই রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের একটি মেশিন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাবলী আক্তার নামে হাসপাতালের একজন স্টাফ আহত হন। তখন বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম