Logo
Logo
×

সারাদেশ

আলেমকে নিয়ে কটূক্তি করায় সড়ক অবরোধ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

আলেমকে নিয়ে কটূক্তি করায় সড়ক অবরোধ

সিলেটে এক আলেমকে নিয়ে কটূক্তি করায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন স্থানীয়রা। এ সময় ছাত্রশিবিরের বিরুদ্ধে স্লোগান দেন তারা। সিলেটের জৈন্তাপুরে সড়ক অবরোধের এ ঘটনা ঘটে।

জানা গেছে, কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা ও জামায়াতের জামাল আহমদ নামে এক ব্যক্তি বৃহস্পতিবার তার ফেসবুকে জৈন্তাপুর উপজেলার হরিপুরের প্রখ্যাত আলেম মরহুম আল্লামা শেখ আব্দুল্লাহ (হরিপুরী) ও তার ছেলে মাওলানা হেলালকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। তিনি স্ট্যাটাসে বলেন- ‘গতকাল ঘটে গেল কানাইঘাটের মাটিতে এক বিশাল গিবত মাহফিল। তাতে... ছেলে অসভ্য...আমার শ্বশুর আব্বাকে নিয়ে ভুল তথ্য দিয়ে কটূক্তি করে...আরেকজন শিক মৌলভির ছেলে... এমপির স্বপ্ন দেখে টালমাটাল।’

স্ট্যাটাসটি ভাইরাল হলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হরিপুর বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন এলাকার আলেমসহ ছাত্র-জনতা। তারা ওই সময় জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন। জামাল প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম