Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতা পরিচয়ে সরকারি জমি দখল, বাড়ি নির্মাণের চেষ্টা

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম

বিএনপি নেতা পরিচয়ে সরকারি জমি দখল, বাড়ি নির্মাণের চেষ্টা

গাজীপুরের পূবাইলে আফজাল হোসেনের বিরুদ্ধে বিএনপির নেতা পরিচয়ে সরকারি খাসজমি দখল করে বাড়ি নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। দখল কাজে বাড়ি নির্মাণ করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার-শনিবারকে বেছে নেন তিনি। তিনি নিজেকে কার্ডধারী সাংবাদিক পরিচয় দেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে স্থানীয় পূবাইল সহকারী ভূমি অফিস কর্মকর্তা আরিফ উল্লাহ জানান, দুবার বাধা দিলেও উনি জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বিঘ্নে দখল চালাতে উনি শুক্র-শনিবারকে বেছে নেন।

অন্যদিকে পাশের জমিতে ১৪৫ ধারা জারি করলেও বারবার দখল ও দখল চেষ্টা চালিয়ে পূবাইল থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছেন এই নামধারী বিএনপি নেতা। তিনি নিজেকে কার্ডধারী সাংবাদিক পরিচয় দেন। 

পাশের বাড়ির বিধবা নাজমা জানান, আমার ঘরের জানালা বন্ধ করে বাড়ি নির্মাণ করছে আফজাল। পূবাইল থানায় অভিযোগ করেছি। আজকে ৯৯৯-এ কল করেও আমার জানালা রক্ষা করতে পারিনি। আমি এর বিচার চাই। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট  পটপরিবর্তনের পর গাজীপুর মহানগরের ৪১নং ওয়ার্ডের পূবাইল বাজারের পাশে পূবাইল মৌজায় আরএস ১নং খতিয়ানের ৮৬৩ দাগে ১৬ শতক জমির ৫ শতাংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন তিনি। 

এছাড়া পাশের বাড়ির মোহাম্মদ আখতার হোসেনের কেনা মালিকানা আরএস ৮৬৪ ও ৮৬৫ দাগের সাড়ে তিন শতাংশ জমির মধ্যে দখল করে বাড়ি নির্মাণ করেছেন। আবারও দখলের চেষ্টা চালান। আদালত তার আবেদন অনুমোদন দেন।

শুক্রবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বিএনপির নামধারী নেতা আফজাল দ্বিতীয় বারের মতো খাসজমি দখল করে বাড়ি নির্মাণের মহাযজ্ঞ চালান। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আফজাল হোসেন জানান, কালকে কলেরবাজার বিএনপির মিটিং আছে আপনার দাওয়াত। জমির বিষয়ে সাক্ষাতে কথা বলব।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, বিএনপির নাম করে খাসজমিতে বাড়ি নির্মাণ করলে সেই দায় বিএনপি নেবে না। এর আগেও পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে মেলা বসিয়ে ৮ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

গাজীপুর সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মঈন খান এলিস জানান, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে বলে দিচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম