স্ত্রী হত্যার ১৫ দিন পর প্রাণ গেল আহত শাশুড়ির
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
![স্ত্রী হত্যার ১৫ দিন পর প্রাণ গেল আহত শাশুড়ির](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/31/naf-(10)-679cbc0e12987.jpg)
কক্সবাজারের চকরিয়ায় হাফসা নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেন তার স্বামী মেহেদী হাসান। ওই ঘটনার ১৫ দিন পর আহত শাশুড়ি পারভীন আক্তার (৩৮) চিকিৎসাধীন মারা গেছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত পারভীন আক্তার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়ার ব্যবসায়ী আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনায় হাফসার স্বামী মেহেদী হাসান করাগারে রয়েছেন।
স্থানীয়রা জানায়, সম্প্রতি ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মেহেদীর সঙ্গে হাফসার বিয়ে হয়। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় উভয়ের পরিবার প্রথমে না মানলেও এক সময় মেনে নেয়।
কিন্তু যৌতুকের জন্য হাফসাকে চাপ দেয় মেহেদীর পরিবার। এ ঘটনায় স্ত্রী হাফসা তার বাবার বাড়িতে চলে আসেন। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর স্ত্রীকে নিতে আসেন মেহেদী। তবে হাফসার বাবা যেতে দেননি। শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ চলাকালে ওই বাড়িতে ঢুকে স্ত্রী হাফসা ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মেহেদী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অবস্থার অবনতি হলে তার মা পারভীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন শুক্রবার সকালে পারভীনের মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানায়, ঘটনার দিন মেহেদীকে বান্দরবানের লামা থানা পুলিশের সহায়তায় লামা বাজার থেকে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশ।
এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন হাফসার বাবা আবদুল হামিদ।
চকরিয়া থানার ওসি মো. ইয়াসিন মিয়া বলেন, ছুরিকাঘাতে আহত পারভীন আক্তার মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।