নাশকতার মামলায় আ.লীগকর্মী সহোদর গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
![নাশকতার মামলায় আ.লীগকর্মী সহোদর গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/31/naf-(7)-679cabf20ef7b.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. ওয়াসিম মিয়া (৩৫) নামে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার বুধন্তী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ।
গ্রেফতাররা উপজেলার বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. জিতু মিয়ার ছেলে। জাহাঙ্গীর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ছোট ভাই ওয়াসিম তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, গ্রেফতাররা নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।