বিশেষ অঙ্গ হারিয়ে স্ত্রীর হাত কেটে প্রতিশোধ নিল স্বামী
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
বিশেষ অঙ্গ কেটে ফেলার ঘটনায় স্ত্রীর ডান হাত কেটে দ্বি-খণ্ডিত করেছেন ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবক। এ ঘটনায় ফিরোজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত ফিরোজের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে। তিনি রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তার স্ত্রী (২৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী জিগাতলা গ্রামের জামিলের মেয়ে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর ১৬ এপ্রিল রাতে পরকীয়ার সন্দেহে স্ত্রী তার স্বামী ফিরোজের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে পুত্রবধূর বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
এরপর কিছুদিন পর তিনি জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। স্ত্রীর চাকরির সংবাদ পেয়ে প্রতিশোধের নেশায় তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং পুনরায় আশুলিয়া গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে ঘর সংসার করে আসছিলেন তারা।
এরপর সুযোগ বুঝে ২৬ জানুয়ারি স্ত্রীর ডান হাত কেটে দ্বি-খণ্ডিত করে এবং তার বাম হাতেও আঘাত করে। এ সময় স্ত্রীর চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামীকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে ফিরোজকে গ্রেফতার করে পুলিশ। ফিরোজের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়া স্বামী ফিরোজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্ত্রীর বাবা বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।