
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম
পর্দানশীন নারীদের তিন দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম

আরও পড়ুন
পর্দানশীন নারীদের তিন দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার পর্দানশীন নারী সমাজ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পর্দানশীন নারী সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বুধবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশটি শেষ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, সাহেরা খাতুনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন- বিগত ১৬ বছর যাবত যেসব সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা এবং সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। এছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানান।
পরে তিন দাবি বাস্তবায়নে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।