
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:১৩ এএম
যুগান্তরের সাবেক শিবগঞ্জ প্রতিনিধি জোবদুল হক আর নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম

আরও পড়ুন
যুগান্তরের সাবেক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক জোবদুল হক আর নেই। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুগান্তরের সাবেক উপজেলা প্রতিনিধি জোবদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।
এদিকে জানাজার সময় ও দাফনের স্থান এখনো নির্ধারণ হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৮৪ সালে সাংবাদিকতা পেশায় তিনি প্রথমে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় কাজ শুরু করেন। এরপর বাংলার বাণী ও সর্বশেষ যুগান্তরে কাজ করছিলেন।