Logo
Logo
×

সারাদেশ

লাকসামে আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত লাশ

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

লাকসামে আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত লাশ

কুমিল্লার লাকসামে একটি আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো নগ্ন অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার বেলা ১১টার দিকে পৌর শহরের বাইপাস এলাকায় ড্রিম হোটেলের ৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত আলতাফ হোসেন (৫০) লক্ষ্মীপুর জেলার শাকচর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডে চাকরি করতেন। 

ড্রিম হোটেলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন,  গত ২৫ তারিখ রাতে আলতাফ হোসেন নামে এক ব্যক্তি হোটেলে থাকার জন্য ৮ নম্বর রুম বুকিং দেন। একদিন পরও তিনি রুমের ভাড়া পরিশোধ করেননি। 

তিনি বলেন, সোমবার সকালে ভাড়া নেওয়ার জন্য তাকে ডাকলে কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেলের পরিচালনাকারীকে জানান রুমবয় তুহিন। হোটেলে দায়িত্বরতরা এসে দেখতে পান বিছানার উপর সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলতাফ ঝুলছেন। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে উদ্ধার লাশের ময়নাতদন্তের জন্য কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা যুগান্তরকে বলেন, খবর পেয়ে সকাল পৌনে ১১টার দিকে তারা লাকসাম পৌর শহরের বাইপাস মোড়ে একটি আবাসিক হোটেলে যান। হোটেলের একটি কক্ষে বিছানার উপর সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের লোকজন থানায় এসেছেন, তাদের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম