Logo
Logo
×

সারাদেশ

চাটমোহর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

চাটমোহর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাটমোহর উপজেলার সাবেক সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর শহরের শাহী মসজিদ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, সম্প্রতি উপজেলার গুনাইগাছা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম