Logo
Logo
×

সারাদেশ

হামলা চালিয়ে সম্বন্ধীকে হত্যা করে ভারতে পালিয়ে গেলেন ভগিনীপতি

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

হামলা চালিয়ে সম্বন্ধীকে হত্যা করে ভারতে পালিয়ে গেলেন ভগিনীপতি

ভারতের বাসিন্দা ভগিনীপতি হায়দর আলী অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে হামলা চালিয়ে হত্যা করেন সম্বন্ধী আহাদ আলীকে (৪৫)। এরপর হায়দর আলী ভারতে পালিয়ে গেছেন।

রোববার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী কর্মধা ইউনিয়নের এওলাছড়ার ইউছুফ আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার ও বিজিবি আলীনগর ক্যাম্প কামান্ডার ও কর্মধা ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং।

জানা যায়, জমিজমা নিয়ে আহাদ আলীর সঙ্গে ভারতের ত্রিপুরা জেলার হীরাছড়া এলাকার বাসিন্দা হায়দর আলীর (৫৫) বিরোধ চলছিল। সীমান্ত এলাকার ভারতীয় কাঁটাতারের বাইরে জিরো লাইন এলাকায় হায়দার আলীর জমিও রয়েছে। সেই সুবাদে রোববার সকালে হায়দর আলী ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে আহাদ আলীর ওপর হামলা চালায়। এতে আহাদ আলী গুরুতর আহত হন। পরিবারের লোকজন প্রথমে তাকে কুলাউড়া হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান আহাদ আলী।

এদিকে হামলাকারী হায়দর আলী ঘটনার পরপরই কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, চিকিৎসাধীন অবস্থায় আহাদের মৃত্যুর খবর জেনেছেন। ওসমানী হাসপাতালে তার ময়নাতদন্ত হবে। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌলভীবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম