
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৩:৫৩ এএম
গাজীপুরে বেদখল হওয়া বন বিভাগের ৩ একর জমি উদ্ধার

জসিম উদ্দিন, জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

আরও পড়ুন
গাজীপুরে
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ
বিভাগের ঢাকা নিয়ন্ত্রিত ভাওয়াল
রেঞ্জে বেদখল হওয়া তিন একর
জমি উদ্ধার করা হয়েছে। ভেঙে
দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনাও। জেলা প্রশাসন, সেনাবাহিনী,
বিজিবি, র্যাব, পুলিশ ও বন বিভাগের
যৌথ প্রচেষ্টায় রোববার সকালে সদর উপজেলার ভবানীপুর
বিটের বাঘের বাজার শিরিরচালা হিজড়া পট্টি এলাকায় এ অভিযান চালানো
হয়।
সংশ্লিষ্টরা বলছে, গত ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়। এই সুযোগে গাজীপুরের বিভিন্ন এলাকায় ভূমিদস্যুদের তৎপরতা বৃদ্ধি পায়। তারা বনের জমি দখল করে অবৈধভাবে বাড়িঘর নির্মাণ শুরু করে।
ভাওয়ালগড় ইউনিয়নের মাহনা-ভবানীপুর মৌজার ভবানীপুর বিট অফিসের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১১.৭২ একর বনভূমি দখল হয়ে গেছে। এসব জমিতে কয়েক হাজার নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। ভাড়া বা বিক্রির জন্য স্থানীয় প্রভাশালীরা এমনটা করছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা কার্যালয়ের সহকারী বন সংরক্ষক বলেন, ‘বনের জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। ইতোমধ্যে দুটি অভিযান পরিচালিত হয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
ভূমি
দস্যুদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা
এখনো বনের জমি দখল
করে আছেন, তারা দ্রুত স্বেচ্ছায়
এসব স্থাপনা সরিয়ে নিন। এতে করে
ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। এক
ইঞ্চি বনের জমিও আর
অবৈধভাবে দখল করে রাখতে
দেওয়া হবে না।’