
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম
শিক্ষানবিশ আইনজীবীকে যুবলীগ নেতা বলে প্রচার
সিলেটে সাবেক নারী কাউন্সিলরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

আরও পড়ুন
সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানু, তার পরিবারের অন্যান্য সদস্য এবং আরও কয়েকজনের বিরুদ্ধে বাসা দখল, হয়রানি ও নির্যাতনের অভিযোগ করেছেন গোলাপগঞ্জের লক্ষ্মীপাশার ইদ্রিস আলীর ছেলে শিক্ষানবিশ আইনজীবী লোকমান হোসেন।
রোববার বিকালে সিলেটের দুটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিনা অপরাধে দীর্ঘ ২ মাস ১০ দিন তাকে কারাবরণ করতে হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তারপরও কারাগারে যাওয়ার পর তাকে যুবলীগের যুগ্মসম্পাদক হিসাবে পুরো নগরীতে পোস্টারিং করানো হয়। তার অভিযোগ, এসব করিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী শাহানা বেগম শানু ও তার ভাসুর মো. নুরুল ইসলাম, ভাই বেলাল আহমদ, ছেলে ছাত্রলীগ নেতা রায়হান, রেদওয়ান, ছেলের বন্ধু রিপন তালুকদার এবং ছাত্রদল নামধারী ‘ভুয়া সাংবাদিক’ রাজন আহমদ আরিয়ান। লোকমান হোসেন তাদের বিরুদ্ধে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো এবং তার বাসা দখলের পাঁয়তারার অভিযোগ করেন।
তিনি বলেন, বাসা দখলের চেষ্টার পাশাপাশি অভিযুক্তরা তার পরিবারের ওপর হামলা চালিয়েছে।