Logo
Logo
×

সারাদেশ

রাজেন্দ্রপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

রাজেন্দ্রপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুরে কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনের শুভ উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি এবং অনুষ্ঠান সভাপতি মো. শওকত সিদ্দিকী। 

আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ গোলাম ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ শেখ মোহাম্মদ আসলাম। 

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুশৃঙ্খলতার প্রশংসা করে প্রধান অতিথি গোলাম ফারুক বলেন, তোমরা নিজের দেশমাতৃকার প্রতি কৃতজ্ঞ থাকবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান অ্যান্ড্রয়েড ফোনসেট ব্যবহারে আসক্ত না হয়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হতে।

বিশেষ অতিথি শেখ মোহাম্মদ আসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্রীড়া মানে শক্তি, ক্রীড়া মানে শান্তি। ক্রীড়ার মাধ্যমেই তিনি সুন্দর সমাজ গঠন করার আহ্বান জানান।

আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট ১০৮টি ইভেন্টে কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পরিবেশিত কুচকাওয়াজ, ডিসপ্লে, ফ্রি হ্যান্ড পিটি ও ড্রামবেল ড্রিল উপস্থিত হাজারো দর্শকদের প্রশংসা কুড়ায়।

ক্রীড়ায় ‘দিগন্ত হাউজ’ এবং কুচকাওয়াজে ‘দুরন্ত হাউজ’ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের আগমন ঘটে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম