আ.লীগ দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: হাসান সরকার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
![আ.লীগ দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: হাসান সরকার](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/24/Tongi-Hasan-Uddin-Sarker-picture-24-6793b3aa7e8ab.jpg)
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় রাজনৈতিক নেতাদের ফরমায়েশি রায়ে সাজা দিয়ে বিচার বিভাগকে প্রশ্নবদ্ধি করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।
বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের কারামুক্তির লক্ষ্যে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার বাদ আসর টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বৃহত্তর বরিশাল জনকল্যাণ পরিষদ এ দোয়া মাহফিলের আয়োজন করে।
পরিষদের সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বক্তব্য দেন মোস্তফা ফয়সল সফি মাস্টার, খাদিজা আক্তার বীণা, এমদাদ হোসেন বুলবুল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মসজিদের খতিব হাফেজ মাওলানা আসিফ বিন হারুন।