
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ এএম
গাড়িচাপায় প্রাণ গেল একজনের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

আরও পড়ুন
ঝালকাঠির নলছিটিতে গাড়ি চাপায় আসাদুজ্জামান আসাদ (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে বরিশাল-ঝালকাঠি সড়কের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ যশোর জেলার বেনাপোল পাঠবাড়ি এলাকার মৃত মনোয়ার সরদারের ছেলে।
পুলিশ জানায়, আসাদুজ্জামান ও স্ত্রী রুবিনা জামান কুয়াকাটা যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি প্রতাপ বাজার এলাকায় সিএনজি পাম্পের সামনে যাত্রাবিরতি দেয়। আসাদ গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।