যুবদল নেতার কাণ্ড, দুমকীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:২০ এএম
চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বেলাল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযোগ না নেওয়ায় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে একটি চাঁদাদাবির মামলা করা হয়েছে।
জানা যায়, সাতানি গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী মো. বেলাল হোসেনের নতুন বাড়িতে একই গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান লাল মিয়া, সাবু ও সাইফুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট ও বসতঘরে ভাঙচুর চালায়।
এ ব্যাপারে মিজানুর রহমান লাল মিয়া বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ৯৯৯-এ কল পেয়ে এসআই আমিনুলকে ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠানো হয়। অভিযোগ দিতে বলা হলেও শুনেছি তারা কোর্টের আশ্রয় নিয়েছে।