Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগকে খিচুড়ি খাওয়ানো সেই অধ্যক্ষকে অতিথি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

ছাত্রলীগকে খিচুড়ি খাওয়ানো সেই অধ্যক্ষকে অতিথি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান করা হয়েছিল ছাত্রলীগকে খিচুড়ি খাইয়ে আলোচনায় আসা ঢাকা কলেজের সমালোচিত অধ্যক্ষ আবু ইউসুফকে। এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। এবার সেই অধ্যক্ষকে কলেজের একটি অনুষ্ঠানে অতিথি করা হয়। এর জেরে প্রতিবাদী মার্চ করেছে শিক্ষার্থীরা। ওই অধ্যক্ষের বহিষ্কারের দাবি জানিয়েছে তারা।

বৃহস্পতিবার ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার কলা ভবনের সামনে থেকে পরীক্ষা ভবন পর্যন্ত এই প্রতিবাদী মার্চ কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান করা হয় আবু ইউসুফকে। এর আগে ঢাকা কলেজে থাকাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের খিচুড়ি খাইয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া অপহরণ মামলার আসামি ছাত্রলীগ নেতা জেল থেকে মুক্তির পর তাকে ফুল দিয়ে বরণ করে তিনি গণমাধ্যমের খবরে আসেন।

শিক্ষার্থীরা জানান, ছাত্রজনতার আন্দোলনে যখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের হল বন্ধ, তখন আবু ইউসুফ ছাত্রলীগ নেতাদের হলে থাকার ও খাবারের ব্যবস্থা করেন। যে কারণে তার পদায়নের পর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ করে আসছে। এতদিন তিনি কলেজে লুকিয়ে এসে শুধু দেখা করে যেতেন। বৃহস্পতিবার বাংলা বিভাগের মাস্টার্সের একটি অনুষ্ঠানে তাকে দাওয়াত করেন শিক্ষকরা। অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলেজের পরীক্ষা ভবনে আসেন। তখন উপস্থিত শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়, করে প্রতিবাদী মার্চ কর্মসূচি। একপর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল থেকে চলে যান।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান পল্লব বলেন, ‘ছাত্রজনতার রক্তের দাগ এখনো শুকায়নি। ছাত্রলীগকে খিচুড়ি খাওয়ানো সেই অধ্যক্ষকে কেন অতিথি করা হলো। আমরা এর বিচার চাই। কারা ফ্যাসিবাদকে আবারও সামনে আনতে চায়, আমরা তা জানতে চাই।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম