Logo
Logo
×

সারাদেশ

জঙ্গলে নারীর পোড়া লাশ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম

জঙ্গলে নারীর পোড়া লাশ

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে জঙ্গলে অজ্ঞাত নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চিকনদনণ্ডী ইউনিয়নের ছড়ারকুল বালুরটাল এলাকার রেললাইন থেকে কিছুটা দূরে জঙ্গলে পড়ে ছিল লাশটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে জঙ্গলে অজ্ঞাত নারীর পোড়া ও অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার এসআই উনু মং মারমা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। নারীকে এমনভাবে পুড়িয়েছে তার চেহারাটাও বুঝা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে হয়তো তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম