Logo
Logo
×

সারাদেশ

দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার বিকালে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজী দিপু (৪০) ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কালনী গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও রয়েছে দুপক্ষের মধ্যে।

তিনি বলেন, বুধবার বিকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম