Logo
Logo
×

সারাদেশ

দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

দলীয় সভা শেষে ফেরার পথে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহজাহান আলী (৪৫)। জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে তার বাড়ি। এ দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৬) নামে আরেক যুবদল কর্মী আহত হয়েছেন। তার বাড়ি আমগাছি গ্রামে।

সোমবার রাতে জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুজন সোমবার রাজশাহী মহানগরীতে যুবদলের এক সভায় যোগ দিতে আসেন। সভা শেষে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর রাতে শাহজাহান আলী মারা যান। শফিকুল চিকিৎসাধীন।

দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুবদলকর্মী শাহজাহানের লাশ বাড়ি নিয়ে গিয়ে দাফন করা হয়েছে। এ দুর্ঘটনার কারণে তারা শোকাহত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম