
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি দেশি পিস্তলসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি দেশি পিস্তল ও চায়নিজ অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানান, বাঙ্গরা এবাদুল করীম উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে পুলিশ চারপাড়া গ্রামের শাহাবুদ্দিন বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুইটি দেশীয় বন্দুক, চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি কম্পিউটারের সিপিও ও স্কুলের ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করা হয়।
বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করীম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বিদ্যালয়ের ৪টি ল্যাপটপ, ১টি প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, চারপারা গ্রামে অভিযান চালিয়ে স্কুলের মালামাল ও দুইটি দেশীয় বন্দুকসহ শাহাবুদ্দিন নামের একজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। মামলা তদন্ত অবস্থায় অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।