Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

Icon

লালপুল (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

নাটোরের লালপুলে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সেকলিচান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

লালপুর থানা ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে’। 


Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম