Logo
Logo
×

সারাদেশ

টাকা না পেয়ে ব্যবসায়ীর বিশেষ অঙ্গ কাটলেন মহাজন

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

টাকা না পেয়ে ব্যবসায়ীর বিশেষ অঙ্গ কাটলেন মহাজন

ধামরাইয়ে পাওনা ১৭ হাজার টাকা না পেয়ে গোপাল বাকালি নকুল (৫০) নামে এক ব্যবসায়ীর বিশেষ অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মহাজন গোপাল সরকারের বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার বাকালি নকুলের স্ত্রী নিপা সরকার ধামরাই থানায় অভিযোগ দিয়েছেন।

ধামরাই থানার এসআই সমির দাস বিষয়টি নিশ্চিত করেন।

গোপাল বাকালি নকুল মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি গ্রামের শ্রীধাম বাকালির ছেলে। গোপাল বাকালি একজন পাইলস ও কোলন ক্যানসারের রোগী বলে জানায় তার পরিবার।

জানা গেছে, গোপাল বাকালি নকুল দীর্ঘদিন ধরে ইসলামপুর কাঁচাবাজারে ব্যবসা করে আসছিলেন। তিনি মহাজন গোপাল সরকারের কাছে থেকে মালামাল ক্রয় করে বাজারে বিক্রি করেন। পাওনা টাকা নিয়ে মহাজন গোপাল সরকারের সঙ্গে গোপাল বাকালি নকুলের দ্বন্দ্ব চলছিল। পাওনা না পেয়ে গোপাল সরকারের লোকজন বাকালিকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে বাকালির হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম