
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম
রাস্তা থেকে শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

আরও পড়ুন
মাগুরায় রাস্তা থেকে রফিকুল ইসলাম রুমন (৪০) নামে জেলা শ্রমিক লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে মাগুরা-যশোর রোডের বটতলা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মৃত রফিকুল ইসলাম রুমন জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি মাগুরা সদরের পারলা গ্রামের আক্কাস মোল্যার ছেলে।
মৃত রুমনের বড় ভাই মিলন এই মৃত্যুকে রহস্যজনক দাবি করে তদন্তের দাবি করেছেন।
তিনি জানান, রুমন মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তিনবারের নির্বাচিত লাইন সম্পাদক ও জেলা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাতের বেলা মোটরসাইকেলে যাত্রী বহনের কাজও করতেন। রোববার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী বলেন, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অক্ষত অবস্থায় তার পাশে তার মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা বা কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।