Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীকে বেত্রাঘাতের প্রতিবাদে সড়ক অবরোধ, শিক্ষিকা বহিষ্কার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

শিক্ষার্থীকে বেত্রাঘাতের প্রতিবাদে সড়ক অবরোধ, শিক্ষিকা বহিষ্কার

গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থীকে বেত্রাঘাতের প্রতিবাদে রোববার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অভিযুক্ত ওই শিক্ষিকাকে শোকজ এবং সাময়িক বহিষ্কার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, গত বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বেগম সুফিয়া মডেল হাই স্কুলের আইসিটি শিক্ষিকা শারমিন খন্দকার দশম শ্রেণির ইমন নামের এক শিক্ষার্থীর চুল কাটাকে কেন্দ্র করে তাকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন। পরে ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

এ ঘটনার প্রতিবাদ এবং ওই শিক্ষিকার পদত্যাগের দাবিতে রোববার সকালে স্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ফলে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন পরিবহণ শ্রমিক ও যাত্রীরা।

খবর পেয়ে সেনাবাহিনী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাদের বিক্ষোভের মুখে ওই শিক্ষিকা শারমিন খন্দকারকে শোকজ ও সাময়িকভাবে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর শান্ত হয়ে শিক্ষার্থীরা তাদের স্কুলে ফিরে যায়।

ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল আলম জানান, ঘটনার সময় তিনি স্কুলে ছিলাম না। তবে এর সুষ্ঠু বিচার করা হবে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শওকত আকবর খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে মারধরের প্রমাণ পেয়েছি। এরপর ওই শিক্ষিকাকে প্রাথমিকভাবে শোকজ ও সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সঠিক জবাব দিতে ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম