Logo
Logo
×

সারাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি আবদুল কাদের খান মারা গেছেন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি আবদুল কাদের খান মারা গেছেন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান (৭৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আবদুল কাদের খানের ভাগিনা হাবিবুর রহমান।

কর্নেল (অব.) আবদুল কাদের খান এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গত বছরের ৯ অক্টোবর কেরানীগঞ্জ কারাগারে ব্রেন স্ট্রোক করলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ১৩ অক্টোবর আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর গত ১৫ জানুয়ারি তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

উল্লেখ্য, ডা. আবদুল কাদের খান ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-১ আসনে  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ আসনের তৎকালীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হন। এ ঘটনায় তার বড় বোন ফাহমিদা কাকলী বুলবুল সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়। ২০১৯ সালের ৫ ডিসেম্বর ডা. আবদুল কাদের খানসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। পাশাপাশি লিটন হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম