Logo
Logo
×

সারাদেশ

মসজিদের বাথরুমে বৃদ্ধের লাশ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:১২ পিএম

মসজিদের বাথরুমে বৃদ্ধের লাশ

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে নুরুল ইসলাম  (৬২) নামে এক বৃদ্ধ মুসল্লির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া থানা সেন্টার মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে।

জানা যায়, শুক্রবার সাড়ে ৭টার দিকে এশার নামাজের জন্য অজু করতে বাথরুমে যান নুরুল ইসলাম। এ সময় বাথরুমে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে বাথরুম থেকে বের না হওয়ায় মুসল্লিদের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে ওই মুসল্লির লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, বাথরুম সারতে গিয়ে স্ট্রোক করে মারা যেতে পারেন ওই মুসল্লি। লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম