Logo
Logo
×

সারাদেশ

সড়কে ঝরল ইমামের প্রাণ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম

সড়কে ঝরল ইমামের প্রাণ

কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলআরোহী মসজিদের ইমাম আব্দুল করিম নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার সোনাখালি এলাকায়।

নিহত আব্দুল করিম (২৫) টাঙ্গাইলের মির্জাপুর থানার বহুরা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গাংপার জামে মসজিদের ইমাম ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার থেকে শুক্রবার সকালে ইমাম আব্দুল করিম মোটরসাইকেলযোগে বলিয়াদী এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলে নিয়ে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালি এলাকায় পৌঁছলে বিপরীত দিক হতে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মসজিদের ইমাম আব্দুল করিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম