
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম
রাঙ্গুনিয়ায় ১৫ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে একটি সিএনজি থেকে এসব সিগারেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দীপঙ্কর বড়ুয়া (৪৫) এবং লংগদু থানার বগাচত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থেকে সিএনজিটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে সিএনজিটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৪টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এতে ১৬ কার্টুন বিদেশি সিগারেট ছিল।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ৪ বস্তা সিগারেট, একটি সিএনজি ও দুইজনকে আটক করা হয়েছে। আমদানি নীতি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।