Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলন

ঢাকায় নিহত জালালের লাশ উত্তোলন

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

ঢাকায় নিহত জালালের লাশ উত্তোলন

পাঁচ মাস পর ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জালাল উদ্দিনের (৩৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আানন্দবাজার গণকবরস্থান থেকে লাশটি উত্তোলন করেছে পুলিশ। পূর্বঘোষিত আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন হয়। 

জালাল উদ্দিন (৩৮) আনু সরকার কান্দির বাসিন্দা মৃত মোহসন রাড়ীর ছেলে। ঢাকা মানিকনগরের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, মানিকনগর মুগদা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই ২০২৪ জালাল উদ্দিন নিহত হয়। ২০ নভেম্বর মৃত জালাল উদ্দিনের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। সেই পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি সকালে সখিপুর আনন্দবাজার গণকবরস্থান থেকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। নিহত জালাল উদ্দিনের স্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

সখিপুর থানার ওসি ওবায়েদুল হক বলেন, ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করার চেষ্টা করা হচ্ছে। নতুন তথ্য উদ্ঘাটনের জন্য এই লাশ উত্তোলন করা হলো।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম