Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন, মালিকের দাবি পরিকল্পিত

Icon

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ এএম

রাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন, মালিকের দাবি পরিকল্পিত

ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়ায় পৌরসভার গোডাউন এলাকার ‘চয়েস এন্টারপ্রাইজ’ নামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি মালিক। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আশংকা করছেন তিনি। এই ব্যাপারে তিনি থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে জানান।

ক্ষতিগ্রস্ত মালিক মাহবুবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে তার মালিকানাধীন আইসক্রিম ফ্যাক্টরি ‘চয়েস এন্টারপ্রাইজ’- এ আগুন লাগে। এতে পুরো ব্যবসায়ীক প্রতিষ্ঠানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৭০ বাই ৫০ ফুট আয়তনের আইসক্রিম ফ্যাক্টরিটা এখন শীতকাল থাকায় বন্ধ ছিল। তবে ভেতরে ৭৭০ লিটার আয়তনের ২৫টি ফ্রিজ, ১২টি ভ্যানগাড়ি, ৯টি অটোগাড়ি, ২টি সিএনজি অটোরিকশা, যাবতীয় মেশিনারিজ, মালামালসহ পুরো স্থাপনা পুড়ে গেছে।

এই প্রতিষ্ঠানে আইসক্রিম ফ্যাক্টরির পাশাপাশি চারটি কোম্পানির ডিলারশীপ ছিল। গত সোমবার এসব কোম্পানির অনেক টাকার মালামালও এসেছিল। অবকাঠামোসহ সবকিছু পুড়ে গেছে।

তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ছিল। এরমধ্যে দুটি ক্যামেরা গাছের উপর ছিল, যেখানে আগুন পৌঁছায়নি। কিন্তু অগ্নিকাণ্ডের পর গিয়ে দেখি, সেই দুটি সিসি ক্যামেরা নেই। কেউ নিয়ে গেছে। তাই পরিকল্পিতভাবে নাশকতা করা হয়েছে বলে আমার সন্দেহ। এতে আমার ১৫ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান এক মুহূর্তে পুড়ে শেষ হয়ে গেছে।’

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম