Logo
Logo
×

সারাদেশ

পাওনা টাকা নিয়ে কিলঘুসি, যুবকের মৃত্যু

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

পাওনা টাকা নিয়ে কিলঘুসি, যুবকের মৃত্যু

আড়াইহাজারে পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে কিলঘুসিতে নাজিমুদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজিমুদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের কাছ থেকে নাজিমুদ্দিন দেড় হাজার টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমুদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে নাজিমুদ্দিন বলে- এখন তার কাছে টাকা নেই। টাকা ধীরে ধীরে পরিশোধ করে দেব। পরে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নাজিমকে কিলঘুসি দেয়। ঘটনার শেষে নাজিমুদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে   সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে রাত ১০টার দিকে নাজিমুদ্দিন মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হেসেন বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বাকি কারণ জানা যাবে। বর্তমানে একটি অপমত্যৃর মামলা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম