
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ এএম
জামায়াতের কার্যালয় ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

আরও পড়ুন
নীলফামারীর ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর মামলার আসামি ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সৌরভ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ডোমার শহরের চিকনমাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সৌরভ হোসেন চিকনমাটি ধনীপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
ডোমার থানার ওসি আরিফুল ইসলাম জানান, ২০১২ সালে জামায়াতে ইসলামীর ডোমার কার্যালয় ভাঙচুর মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি সৌরভ। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।