Logo
Logo
×

সারাদেশ

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড

সাভার উপজেলার আশুলিয়া এলাকায় চার বছর আগে ইলিম সরকার নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুজনই জামিনে হাজত থেকে বেরিয়ে পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাসায় ইলিম সরকারকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তার স্ত্রী সুলতানা আক্তার ও তার পূর্বপরিচিত রবিউল করিমের বিরুদ্ধে ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আইনজীবী বিল্লাল হোসেন জানান, ইলিম সরকারের স্ত্রীর সঙ্গে একই এলাকার বাসিন্দা রবিউল করিমের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারলে ইলিম সরকারকে ছুরিকাঘাত করে বাসার ভেতর দুজনে মিলে হত্যা করে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম