Logo
Logo
×

সারাদেশ

পূর্বশত্রুতার জেরে খুন নিহত কাউন্সিলর টিপুর বাড়িতে শোক

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম

পূর্বশত্রুতার জেরে খুন নিহত কাউন্সিলর টিপুর বাড়িতে শোক

নিহত কাউন্সিলর গোলাম রব্বানি টিপু। ছবি: সংগৃহীত।

কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানি টিপুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে দেয়ানা উত্তরপাড়া মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার সকালে তার লাশ দেয়ানার বাড়িতে পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করেন। লাশ দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

এদিকে টিপুর লাশ বাড়িতে আনার পর স্ত্রী সাবিনা ইয়াসমিন স্বামী শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। ১২ বছরের ছেলে রাহাতকে আটকে রাখতে পারছিলেন না স্বজনরা। ৬ বছর বয়সি মেয়ে রায়না ফ্যালফ্যাল করে তাকিয়ে সবার কান্না দেখছিল। সে এখনো জানেই না তার বাবা আর নেই। 

টিপুর ভাই গোলাম রসুল বাদশা বলেন, এখানকার শত্রুরাই টিপুকে কক্সবাজারে হত্যা করেছে। কক্সবাজারে কোনো লোকের সঙ্গে তার কোনো দ্ব›দ্ব ছিল না। খুলনার কেউ কক্সবাজারের কোনো ভাড়াটিয়া খুনি দিয়ে অথবা এখান থেকে লোক পাঠিয়ে তাকে হত্যা করিয়েছে বলে তার ধারণা। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন টিপু। এ ঘটনায় রাতেই খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখারসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। 

স্থানীয়রা জানায়, ছাত্রজীবনে টিপু ছাত্রমৈত্রীর রাজনীতি করতেন। পরবর্তীতে চরমপন্থি দলে সম্পৃক্ত হন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির পদ পান। ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৫ সালের ৩০ অক্টোবর দৌলতপুরে খুন হন নিষিদ্ধ সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টি নেতা শেখ শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ। ওই মামলায় টিপুকে প্রধান আসামি করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম