
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ এএম
ইজিবাইকের চাকায় উড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

আরও পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসপিয়া খাতুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন আলিয়া মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসপিয়া পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।
নিহতের মামা মহসিন আলী জানান, ইজিবাইকে করে আত্মীয় বাড়ি থেকে ফিরছিলেন আশপিয়া। সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে আটকে যায়। এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাসপিয়ার।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।