Logo
Logo
×

সারাদেশ

চাঁদার দাবিতে চা দোকানিকে গুলি

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

চাঁদার দাবিতে চা দোকানিকে গুলি

আশুলিয়ায় চাঁদার দাবিতে চা দোকানি সৈনিক ইসলামকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ঘোরাট এলাকার ডেব নেয়ার পোশাক খারখানার সামনে এ ঘটনা ঘটে। 

আহত সৈনিক ইসলাম নীলফামারী জেলার ডিমলা থানার আব্দুল লতিফের ছেলে। তিনি ঘোরাট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করেন। 

গুলিবিদ্ধ সৈনিক ইসলামের মা নাজমা বেগম জানান, স্থানীয় আওয়ামী লীগের লোক আকাশ, আসিক, সজীব, পারভেজ ও তৈয়বসহ ৮-১০ জন সন্ত্রাসী প্রতিনিয়ত পোশাক কারখানার সামনের প্রত্যেক দোকান থেকে  প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে দোকানদারদের বেদম মারধর করে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলামের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে সে ছুটে দৌড় দিলে তৈয়ব নামের এক সন্ত্রাসী তাকে পেছন থেকে গুলি করে। এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, গুলিবিদ্ধ সৈনিক ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  গুলি বের করার জন্য ঢাকার হাসপাতালে রেফার করা হবে। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান,  গুলিবিদ্ধ চা দোকানি সৈনিক ইসলামকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম