ট্রাকসহ কোটি টাকার কানেক্টর লুট
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে চালক ও হেলপারকে মারধর করে ট্রাকসহ কোটি টাকা মূল্যের কানেক্টর লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। বৃহস্পতিবার ভোররাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের তালতলা এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আশুলিয়া গ্রিন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপক মোসলেম আলী বাদী বন্দর থানায় মামলা করেছেন।
মোসলেম আলী জানান, ঢাকার আশুলিয়া কবিরপুর এলাকায় অবস্থিত গ্রিন ডাইনেস্টি লিমিটেড নামের তাদের এক ফ্যাক্টরি থেকে বুধবার রাতে ৪ লাখ ৭৫ হাজার পিস কানেক্টর নিয়ে একটি ট্রাক বন্দরের লক্ষণখোলা এলাকায় অবস্থিত ডিজেডিসি চায়না ব্যাটারি ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের ইস্পাহানি তালতলা এলাকায় ট্রাকটি এলে ১২-১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে চালক হেলপারকে মারধর করে কানেক্টর ভর্তি ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ট্রাকসহ ব্যাটারি ফ্যাক্টরির কানেক্টর লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। লুণ্ঠিত মালামাল ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।